সন্দেহের বয়স বেড়ে সতেজ
হয়
রীতিরক্ষার পালনে হৃষ্টপুষ্ট
কারুকে পরোয়া নেই,
যে-ই আসুক না
তীক্ষ্ণ স্বভাবের যাঁতাকলে
----
ব্যথা অনুভবের ক্ষমতা রাখলে
মার খেতে হবে
নির্বাক সুখপাত্র হয়ে বেঁচে
থাকা
দুটো বিপরীতই সত্য বলে
মেনে নিলেই ভাল
প্রশ্নের মনেই উত্তরের
বীজ লুক্কায়িত
রক্ততান্ত্রিকেই আবদ্ধ নয়
ঘটনার সূচীপত্র ....
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে।
প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে
দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের
তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ"
পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।