Advt

Advt

saswata-bharate-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শাশ্বত-ভারতে-ড.প্রকাশ-অধিকারী

saswata-bharate-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শাশ্বত-ভারতে-ড.প্রকাশ-অধিকারী


এই ভারতে এখন বুঝতে পারি--

অনেক কিছুই জানার ছিল।

একটু একটু করে জানতে জানতে

শেষে দেখি,আয়ুটাই ফুরিয়ে এলো !

 

যতটুকুই জানা হলো,

মনটা বিস্ময়ে হতবাক হয়ে গেল--

এতকিছু ছিল !

 

যা নেই ভারতে,তা নেই ভারতে--

কারা যেন বলে যেতো ?

কথাটা কি ভুল ছিল !

 

বৈচিত্র্য প্রসারিত হতে হতে দেখি

রামধনু রঙের বৈচিত্র্যে দিগন্ত

ভরিয়ে দিল।

 

ভারত মহাভারত হয়ে উদ্ভাসিত হলো !

আমার আমিকে গ্রাস করে নিলো...

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 


জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members:  Bangadesh, Bhutan, Nepal & Maldives"  (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।