Advt

Advt

rong-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-রং-কবিতা-কুমার-আশীষ-রায়

rong-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-রং-কবিতা-কুমার-আশীষ-রায়
 

কে এনেছিল রঙ জীবনে

পাইনি খুঁজে তাকে

নিয়তির ফাঁকে লুকিয়ে রয়েছে

হরিই বাঁচিয়ে রাখে

 

ফুলে ফেঁপে দেহ বেড়েছে যত‌ই

দিনে দিনে প্রতি ক্ষণে

তার সাথে কত রকমের ছাপ

সঞ্চিত আছে মনে

 

যে রঙের আজও জানি না সংজ্ঞা

ভেবে ভেবে কেন মরি

লোকে নাকি তাকে বলে প্রেম

হায় -- স্বপ্নে কি ভাবে গড়ি

 

বয়সের ভারে যদিও এখন

জীবন-প্রভা স্তিমিত

কত খেয়ালের রাগ অভিমানে

রঙিন বাঁধন স্খলিত

 

মন-সরোবরে শান্ত গাহনে

যোগায় মুক্ত প্রাণে

সুপ্ত প্রেমে ধরে রাখে রঙ

সঙ্গীতে আবাহনে ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।   

https://www.tatkhanik.com