কেন থাকবে না মনে
চরিত্রগুলো শুধুমাত্র কল্পনা
নয়
কাঠের বেঞ্চি এখনো আছে
আমরা বসতাম
পেছনে কৃষ্ণচূড়া গাছটা
ডালপালাগুলো তার চারদিকে
ছড়িয়ে
ওপাশে অজানা কত ফুল
কত বছর কেটে গেছে
সামনে কঠিন দিন ছিল
সবকিছু দুর্ভেদ্য চক্রব্যূহ
তবু কোথায় যেন একটা আনন্দ
সামনে এলোমেলো জঙ্গল
অজানা মাজার ,ঘাস,গুল্ম
ফিসফিস কথা
ঝকঝকে আকাশে উড়ে আসা মেঘ
বেশি কিছু চাইছি না
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।