গাছের পাতা যেমন ঝরে
পুরনো বছরও তেমন সরে ।
একের পর এক বছর শেষে
পুরনো তারিখ যায় ভেসে ।
মনে জাগে নতুন নতুন আশা ,
জেগে ওঠে অসীম ভালোবাসা ।
নতুন বছর দেখাক দিশা ,
যাক্ ভেসে যাক্ অমানিশা ।
কুসংস্কার দূরে ঠেলে
এগিয়ে চলবো অবহেলে ।
সমাজের সরাবো জঞ্জাল ,
তৈরি হবে নব হালচাল ।
সকল নারী পাবে সম্মান
উচ্চে থাকবে তাদের স্থান ।
নারী - পুরুষ একসাথে
ধরবো সবাই হাতে হাতে ,
গড়বো এক নব সমাজ ___
থাকবে না কোনো যুদ্ধবাজ ।
ধনী দরিদ্রে থাকবে না লড়াই ,
খাওয়া - পরা সবারই তো চাই ।
শিক্ষা হবে সবার মূলধন ,
দেশজুড়ে সবাই আপন জন ।
কবি পরিচিতি –
শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।