কবে কল্কি
আবির্ভূত হবেন
হবেন পুর্ণাঙ্গ,না খণ্ড খণ্ড
অণু পরমাণু রূপে
এখনও আছেন
হয়ত কোটি বা তার
থেকেও বেশি
চতুর্দিকে
ছড়িয়ে ছিটিয়ে
কোন একটি কণা এক
সময়
হঠাৎ ছিটকে
বেরিয়ে পড়বে
যজ্ঞের আগুন তখন
কি জ্বলবে
কোন একটা কোণে
আহুতি অব্যাহত
অবিরাম কোনও না
কোনও ভাবে হচ্ছে
পৃথিবীর কোন
অজানা কোণে দাঁড়িয়ে
লক্ষ ভগ্নাংশের
এক একটি অমিত বিক্রম
কাল নাগিনীর
মাথায় নাচতে হবে
ধ্বংস তারপর পালন
ঋত্বিকের
অপেক্ষায় আছি।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।