গাছ,তুমি কি
কাঁদো?
কাঁদি তো-
তোমরা তো দেখতে পাওনা,
তোমরা তো অনুভূতিহীন অন্ধ।
গাছ,তুমি কি
হাসো?
হাসি তো-
ঠিক যেমন যখন দুষ্টুমি দেখেও,
তোমরা তোমাদের সন্তানদের
ভালোবাসো।
গাছ, তোমার কি
আনন্দ হয়?
হয় তো -
যখন দিনের প্রথম সূর্যালোক
গায়ে এসে পড়ে, বসন্তে
হাওয়া বয়।
গাছ, তুমি খুশি
হও কখন ?
খুশি হই-
যখন গ্রীষ্মের তাপে দগ্ধ
হওয়ার পরে,
বর্ষার জলে স্নিগ্ধ হই, তখন।
গাছ, তোমার কখন
কষ্ট হয়?
কষ্ট পাই-
যখন দেখি,আমার
স্বজন-প্রতিবেশীদের হত্যা করছো,
উন্নয়নের নামে ধরণীকে করছো
কংক্রিটময়।
গাছ, তুমি কি
প্রতিবাদ করো?
প্রতিবাদ করি-
জেনে রেখো, শেষের
সেদিন হবে ভয়ংকর,
যেদিন মানুষ প্রকৃতির থেকে
হয়ে উঠবে বড়।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
লেখালেখির শখ
ছোটবেলা থেকেই। কর্মসূত্রে সাড়ে ছয় বছর দিল্লীতে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বর
মাস থেকে আবার দিল্লীতে অবস্থান। কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে
কর্মরত। অন্যান্য কাজের পর মানসিক আনন্দ পেতেই বই পড়া ও লেখালেখির চর্চা। ছোটবড়
বিভিন্ন পত্রিকায় লেখা লিখে থাকেন।আকাশবাণীতে সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে লেখা
পঠিত হয়েছে। বিশেষ আগ্রহ- পরিবেশ, বিজ্ঞান মনস্কতার প্রসার এবং সামাজিক সম্পর্ক ।