Advt

Advt

prarthana-kabita-poem-poetry-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রার্থনা-জয়দেব-দাস

prarthana-kabita-poem-poetry-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রার্থনা-জয়দেব-দাস


আত্ম আভায় দীপ্ত কর,

           চিত্তে চেতনাশিস্,

ঊর্ধ্ব পথের দ্রষ্টা কর

            দীপ্ত করো শীষ।

আপন আলোয় উদ্ভাসিত

           হৃদয় ভরা প্রেমে,

শীতল পরাণ হিমাদ্রিত

        মনের গভীর বোমে।

তোমার কৃপা বহন করার

            হৃদয় পাত্রখানি,

কণ্ঠে ভরা ধ্বনিতে রয়

     কেবল তোমার বাণী।

বিমল কর হৃদয় মনের

        প্রতি কোষের কণা,

আত্ম আভায় পূর্ণ করো,

            এইটুকু প্রার্থনা।

কবি পরিচিতি -

জন্ম ও বাল্যকাল কেটেছে সিন্দ্রি,ঝাড়খণ্ডে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় বেশ রুচি ছিল। ১২ বছর বয়স থেকেই স্বরচিত কবিতা সিন্দ্রির অনেক মঞ্চে আবৃত্তি করে সুখ্যাতি অর্জন করেছিলেন। পেশাগতভাবে একজন Fashion Designer artist দেশ-বিদেশে জয়দেববাবুর আঁকা অনেক ছবি বিক্রিও হয়েছে । হ্যাবিটেড সেন্টারে  solo art exhibition ও হয়েছে।  বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য " রূপান্তরের আলো "ছোট বাচ্চাদের ছড়ার বই "ভেলকি" ইত্যাদি। ২০০২ থেকেই কর্মসূত্রে ও পড়াশোনার সূত্রে দিল্লিতেই আছেন

তিনি ভ্রমণবিলাসী এবং খাদ্য রসিক একজন মানুষ।