তোমায় ছাড়া বাঁচা অসম্ভব,
বুঝতে পারিনি আমি,
দিন ক্রমান্বয়ে উপেক্ষা
করেছি,
কষ্ট পেয়েছ তুমি।
যৌবন উত্তেজনায় তখন আমি
লক্ষ্য করিনি তোমায় ,
তুমি রুক্ষ শীর্ণ হয়েছ -
এখন ভুগি অনুশোচনায়।
কখনও কখনও অভিমানী হয়েছ,
রাগ দেখিয়েছ মাঝে-মাঝে,
আমার চোখে তখন রঙিন স্বপ্ন,
ব্যস্ত নানান কাজে।
তোমার হাতে-পায়ে বেড়ি
পরালেও,
উপেক্ষা করেছ তুমি,
তুমি অসুস্থ হচ্ছ জেনেও,
নির্লিপ্ত থেকেছি আমি।
দিন-বহমান পড়ন্ত বেলায়,
আজ অনুভব করি তোমায়,
তোমায় ছাড়া বাঁচতে পারবো
না,
ক্ষমা করবে কি তুমি আমায়?
কবি পরিচিতি –
কর্মজীবন শুরু
নতুন দিল্লীতে, ২০০০ সালে। তারপর ২০১৪ থেকে চারবছর দিল্লীতে অবস্থান। মাঝে কোলকাতা,গুয়াহাটির পর
২০২৪ -এর ডিসেম্বর থেকে আবার দিল্লীতে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের একটি
অফিসে আধিকারিক পদে কর্মরত। লেখালেখি করা নেশা। ছোট-বড় পত্রিকায় লেখা প্রকাশ হয়
মাঝেমধ্যে। আকাশবাণীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। একটি বিজ্ঞান
ক্লাবের সাথে যুক্ত এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন গণ আন্দোলনের সাথে যুক্ত আছেন।