দল ছাড়া আমি-পথ হারা ভ্রমি,
এবার তোমারে নমি।
শ্রান্ত হৃদয়-
প্রশান্ত চরণ তব যাচি,
দীর্ঘ পথের ক্লান্ত পথিক
যাত্রা শেষ হলে বাঁচি ।
অনেক হেঁটেছি, ছুটেছি,
পথের ধুলায়, খেলেছি
অনেক খেলা।
এবার দাঁড়াবো তোমার সাগরে-
দাঁড় ভাঙ্গা নিয়ে ভেলা।
দুঃখ যেথায়, হয় অবসাদ
পিতার আকাশে নাই যে বিষাদ,
নাই যেথা লাজ,বাদ-প্রতিবাদ,
কলহ বিবাদ।
শুভ্র গগনে পিতার আলোক,
চিত্ত তাহাতে নির্মল হোক।
দল ছাড়া আমি গ্রহের মতন,
ঘুরে ঘুরে সারা আপন ভুবন।
অপার করুণা-
চরণ পিতার যাচি,
মলিন ধুলায়, দূরে পড়ে
আছি
কোলে তুলে নিলে বাঁচি।
কবি পরিচিতি -
জন্ম ও
বাল্যকাল কেটেছে সিন্দ্রি,ঝাড়খণ্ডে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় বেশ রুচি ছিল। ১২ বছর বয়স থেকেই
স্বরচিত কবিতা সিন্দ্রির অনেক মঞ্চে আবৃত্তি করে সুখ্যাতি অর্জন করেছিলেন। পেশাগতভাবে একজন Fashion Designer ও artist দেশ-বিদেশে জয়দেববাবুর আঁকা অনেক ছবি বিক্রিও
হয়েছে । হ্যাবিটেড সেন্টারে solo art exhibition ও হয়েছে। বেশ কিছু বই প্রকাশিত
হয়েছে। উল্লেখযোগ্য " রূপান্তরের আলো "ছোট বাচ্চাদের ছড়ার বই
"ভেলকি" ইত্যাদি। ২০০২ থেকেই কর্মসূত্রে ও পড়াশোনার সূত্রে দিল্লিতেই আছেন।
তিনি ভ্রমণবিলাসী এবং খাদ্য রসিক একজন মানুষ।