নিঃশব্দে ছুঁয়ে বসে আছি
বাতাসের মতো ----
কোন অদেখা চোখের নিবেদনে
সময় কেটে যায়
চারপাশে নেই কোন হিংসুটে
দৈত্য
তারও অনেক আগে
এরকম ছিলাম না,
ঈশ্বরকে খুঁজতে গিয়ে জীবনটা
একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে
হয়রান,নিঃস্ব
....
এখন অনুভূতির দ্যুতি,লাবণ্য
আর শব্দহীন এক সান্নিধ্য
সন্ধ্যাবেলায় ফোটা
জুঁইফুলের মতো
স্নিগ্ধ সুরভি ছড়ায় ---
কিছুতেই হারাতে চাই না
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।