খুব ইচ্ছে করে জানো? খুব ইচ্ছে
করে ভালোবাসার ডাকে সাড়া দিতে ।
খুব ইচ্ছে করে তার গলাটি
জড়িয়ে ধরি গভীর অনুরাগে।
সেও আমাকে আলিঙ্গন করুক
হৃদয়ের সবটুকু কোমলতা দিয়ে।
জানি তার বুকের উত্তাপ নিমেষে
শুষে নেবে দুঃখ যন্ত্রণা যতো।
জোয়ারের জল তখন উথাল পাথাল, তীর ছুঁই
ছুঁই।
দূর থেকে ভেসে আসবে
"একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি"।
অশোকে পলাশে সেজে উঠবে
নিকানো উঠোন
প্রিয় হরিয়া জাবর কাটা
ছেড়ে তাকিয়ে থাকবে ফুলে ভরা বেল গাছটির দিকে।
কুঞ্জবনে আদরের খুনসুটি, অশ্বত্থ
তলায় ছাগ শিশুদের সমাগম
কালবৈশাখীর ব্যাকুলতা দুটি
হৃদয় জুড়ে।
চৌদিকে সুন্দরের আরাধনা, একূল ওকূল
দুকূল ছাপিয়ে সুখ
জন্ম জন্মান্তরের বিচ্ছেদ
ভুলে রাধা গেয়ে উঠবে মিলনের গান।।
কবি পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।