Advt

Advt

manush-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মানুষ-পার্থ-ভট্টাচার্য

manush-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মানুষ-পার্থ-ভট্টাচার্য
 

রণাঙ্গনে তুমি সক্রিয় ছিলে, আমি যাইনি  

তবু আমি আক্রান্ত

নদীর উপর সেতু ভেঙে গেল

আবার সব জোড়া লাগল

যুদ্ধ শান্তি পাশাপাশি হাঁটে

মারণ বোমায় অনেক মানুষ ঝলসে ছিল

মাটি গ্রহণ করল ফসল হল

স্বাদের পরিবর্তন হয়নি

একজন শিল্পী মানুষের মুখ আঁকে

আবার সে রণাঙ্গনে নরপিশাচ

দোষটা আমাদের চিত্রকলার নয়

তবু বেঁচে আছি

মানুষ সমুদ্রের মাঝে অজানা দ্বীপ খোঁজে

ছবি আবার আঁকে

আবার হত্যার ষড়যন্ত্র করে

আমি সূর্যমুখী খুঁজি

সমুদ্র তীরে রোদ পোহাতে যাই

গাছের ডালে মাছরাঙা

বকের দল,পানকৌড়ি,ফড়িং

ভেসে যাওয়া কচুরিপানা

আবার সব ঝলমলে জীবন্ত