তোমার ঈদ,আমার দূর্গাপূজা ,
মিলেমিশে সবেতেই আছে মজা ।
তোমার চাই নতুন পরিধান ,
আমারও চাই সমান সমান ।
তুমি খাবে মুখরোচক খাবার ,
আমি করবো রকমারি আহার ।
অফিস,স্কুল,কলেজে হয়
ছুটি
এসো,সকলে মিলে
মজা লুটি ।
আমরা হলাম মানব সন্তান ,
হিংসাকে দেবো না কোনও স্থান
।
রাম -রহিমে কোনও ভেদ নাই ,
তাদের বন্দনা করবো সবাই ।
আমি দি সত্যনারায়ণের সিন্নি
,
তুমিও মানো সত্যপীরের সিন্নি
।
সব কিছুতেই যদি হয়ে থাকে
মিল ,
আমাদের মনে থাকবে কেন অমিল ?
আমরা করবো উৎসব পালন ,
ধর্মে ধর্মে করবো না বিভাজন
।
সবাই মিলে হবে মহামিলন ,
হবে সুদৃঢ় সমাজবন্ধন ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।