Advt

Advt

mahamanabi-kobita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মহামানবী-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

mahamanabi-kobita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মহামানবী-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়


ধন্য তুমি সুনীতা উইলিয়ামস ,

তোমায় জানাই শতকোটি প্রণাম ।

তুমি ভারতীয় বংশোদ্ভূত নারী ,

একজন সফল মহাকাশচারী ।

দুশো ছিয়াশি দিন করলে বাস

পৃথিবীর মোহ ছেড়ে মহাকাশ ।

তোমার স্বপ্ন হয়েছে সফল

বহু পরিশ্রমে পেয়েছো ফল ।

তুমি করেছো অসাধ্য সাধন

বাজি রেখেছিলে নিজ জীবন ।

বিশ্ব জুড়ে তুমি পথের দিশারী

তোমার সাহসে মুগ্ধ সকল নারী ।

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।