ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব-- ৪০
Once
there was a lovely virgin
Called snow white
Say she
was thirteen.
রাত গভীর। শুকনো
পাতারাও হয়ত ঘুমিয়ে পড়েছে;হাওয়াদের চলাচল নেই। ছিন্ন পাতারাও তাই ঘুমিয়ে পড়েছে। বুনো শেয়ালরা
মাঝে মাঝে হাঁস,মুরগির লোভে
গাঁয়ের আনাচে কোনাচে উঁকি ঝুঁকি
মারে। একথাটা গ্রামের সবাই জানে। তবু মাঝে মাঝে বন্ধ দরজার
ঝাঁপ খুলে বাইরে তো বেরুতেই হয়। যেমন পুনম আর ওর বোন সরিতা কে সেদিন সন্ধ্যার
পর বেরুতে হয়েছিল। মা-বাপু
দুজনেই গিয়েছিল মন্দিরে কথকতা শুনতে;বুড়ি
দাদী সন্ধ্যা হতেই শুয়ে পড়েছিল।
--"দিদি,ক্ষেত পেঁ জানা পড়েগা। বহুত হি জোরসে
আয়ি। পেট মে দরদ ভী হো রহা হ্যাঁয়। তু চল না দিদি মেরি সাথ।"
পুনমকে একা ছাড়তে পারে নি বড় দিদি সরিতা। ছোট
বোনের সঙ্গে বেরিয়েছিল। লোটা আর লন্ঠন
নিয়ে।
-"যাদা দূর মত যানা--"
বাভ্রবির হাত থেমে গেল। ঠিক যেমন ববিতার,জিভ ও
আড়ষ্ট হয়ে গিয়েছিল। প্রাকৃতিক ক্রিয়া সম্পন্ন করতে গিয়ে দুটি নাবালিকা কর্পূরের মতো,উবে গেল?
ববিতার আধপোড়া কুঞ্চিত মুখে ফ্যাকাসে
হাসিটা যেন আরও করুণ আরও বিষণ্ণ
লাগছিল।
পুণম আর সরিতা
গোটা দুদিন ধরে লা- পাতা। পুনম আর সরিতার বাপু আর মা অন্যান্য গাঁওওয়ালাদের
সাথে পুলিশ চৌকিতে গিয়ে হাজার বার বলা সত্ত্বেও পুলিশ
এফ আই আর নেয় নি। তারপর--
--"তারপর।"
ছোটবোন,পুনমের লাশ উদ্ধার
হয় গ্রামের পাশে এক ক্যানাল থেকে।
সমস্ত শরীরে অজস্র আঘাতের
চিহ্ন;এই টুকু মেয়ে-যার শরীর এবং মন এখনও
নারী হয়ে ওঠেনি-তাকে ধর্ষণ এবং খুন করে ফেলে দিতে হাত কাঁপেনি এই
পুরুষতান্ত্রিক সমাজের। মেয়েটির সারা শরীর কে খুলে খেয়েছে নারী খাদক পুরুষ
রাক্ষস! ববিতা ফুঁপিয়ে কেঁদে উঠেছিল।
বাভ্রবির সমস্ত
শরীর জুড়ে এক তীব্র দাবদাহ। চোখের কোণায় জমে থাকা জল মুছে নিয়ে
বাভ্রবি অস্ফুটে জিজ্ঞেস করেছিল--
--"আর ওর
দিদি সরিতা--? সরিতার কি হলো?"
সরিতাকে সেদিন থেকে খুঁজে পাওয়া যায় নি। সে আরেক গল্প
আন্টি।"
--"গল্প?"
--"হুঁ! একটি
মেয়ের জীবন বদলে যাবার গল্প।"
--"মতলব? হিউম্যান ট্রাফিকিং? ফ্লেশট্রেড?"
ববিতা মাথা নেড়ে বলল--"হ্যাঁ।
"তারপর হঠাৎই খিলখিল করে হেসে বলল--"এক শৌচালয় কে নিয়ে কত কত
কাহানি--তাই না আন্টি,?"
বাভ্রবির মুখে কোনও
ভাষা আসে না।
--"আচ্ছা
আন্টি,এই শৌচালয় নিয়ে এতো এতো
গল্প কি দুনিয়ার সব দেশে হয়?"
--"দুনিয়ার আর কোন কোন দেশে সবার ঘরে শৌচালয় থাকে না?"
--"রাতের
অন্ধকারে ক্ষেতের আড়ালে মেয়েদের শৌচালয় খুঁজতে হয়?"
--"আর
এভাবেই শৌচালয় খুঁজতে খুঁজতে পুনম এর মতো
বালিকার শরীর ছিঁড়ে খায় নর পিশাচ?"
রাত আকাশে এই প্রশ্নের
জবাব খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
চাঁদ মুখ লুকোয় মেঘের আড়ালে;রাত আকাশে
এই সহজ প্রশ্নের জবাব
খুঁজতে থাকে হাওয়ারা--আর আকাশের
তারারা;প্রশ্নের
জবাব খুঁজতে থাকে পুনম আর
সরিতার দাদী,বাপু আর
মা! পুনমের উলঙ্গ,মৃত
ঠাণ্ডা শরীরকে দাহ করতে দেয় না তারা! তিনজনের
এই সত্যাগ্রহে যোগ দেয় আরও
কয়েকজন--তারপর আরও কয়েকজন--তারপর--
সেই গোটা গ্রামটাই হয়ে ওঠে দক্ষ রাজার যজ্ঞ সভা! প্রেসওয়ালা
আসে--অগত্যা পুলিশ প্রশাসনকে নড়ে চড়ে
বসতে হয়! ধরা পড়ে পুনমের আসল হত্যাকারী!
রুলিং পার্টির সিটিং এম এল-এর ছেলে
এবং তার লম্পট, মাতাল এবং নারী
পাচারকারীর দল!
তারপর গ্রামের
শ্মশান ঘাটে জ্বলে ওঠে বালিকা পুনমের
চিতা!
ল্যাপটপ শাট ডাউন
করতে করতে বাভ্রবি পশ্চিম আকাশে
সেই চিতার আগুনের
লেলিহান শিখা দেখতে দেখতে ভাবে এই
আগুনে কি লেখা হয়ে চলেছে একটি যুগের,একটি
কালের চরম সর্বনাশ!
ক্রমশ …………
৪১তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত ।