Advt

Advt

hatem-jodi-kabita-chhara-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-হতেম-যদি-জয়দেব-দাস

hatem-jodi-kabita-chhara-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-হতেম-যদি-জয়দেব-দাস

ওদের বাড়ি-মোদের বাড়ি,

         দুই দেওয়ালের ফাঁকে,

কয়েকখানা কাঠবেড়ালি

           আনন্দে বেশ থাকে ।

খেলে বেড়ায় দিন দুপুরে,

           আমাদের ওই ছাতে,

ছুটে পালায় ওদের ঘরে,

          বাজরা-মকাই খেতে।

আসে যায় শালিক-চড়াই

           পায়রা খেলা করে,

ওদের বাড়ি-মোদের বাড়ি,

              সন্নিহিতের ঘরে।

আর যে কত দৌরাত্তির,

           দিন-দুপুরে করে,

জবা-গাঁদার ডাল ভেঙ্গে যায়,      

         লাফায় গাছের পরে।

রেলিংপরে ঘুরে বেড়ায়,

           পাইপ বেয়ে চড়ে,

বারণ ওদের কেউ করে না

                হঠাৎ যদি পড়ে।

আমার যখন বল পড়ে যায়

         পাশের বাড়ির ঘরে,

মা যে আমায় কানমলা দেয়

        বকে জোরে জোরে।

 

মনে ভাবি,

 হতেম যদি শালিক-চড়াই,

            পায়রা ডানা মেলে,

চুপটি করে বলটা নিতাম,

           কাঠবেড়ালি হলে।। 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

জন্ম ও বাল্যকাল কেটেছে সিন্দ্রি,ঝাড়খণ্ডে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় বেশ রুচি ছিল। ১২ বছর বয়স থেকেই স্বরচিত কবিতা সিন্দ্রির অনেক মঞ্চে আবৃত্তি করে সুখ্যাতি অর্জন করেছিলেন। পেশাগতভাবে একজন Fashion Designer ও artist দেশ-বিদেশে জয়দেববাবুর আঁকা অনেক ছবি বিক্রিও হয়েছে । হ্যাবিটেড সেন্টারে  solo art exhibition ও হয়েছে।  বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য " রূপান্তরের আলো "ছোট বাচ্চাদের ছড়ার বই "ভেলকি" ইত্যাদি। ২০০২ থেকেই কর্মসূত্রে ও পড়াশোনার সূত্রে দিল্লিতেই আছেন

তিনি ভ্রমণবিলাসী এবং খাদ্য রসিক একজন মানুষ।