জন্মেছিলাম যে দেশে,সে দেশ
বিদেশ ছিল বোঝানো হলো এতদিন
পরে। বোঝা তো গেল,তবু
কি করে মানি বলো?
মানুষগুলো যেন কেমন ছিল! বাংলা
ভাষা, বাংলাদেশ নামে তাদের মনে
এত যে বিদ্বেষ ছিল বারেবারে
জানান দিল। মনের কালো!
সেই যে সেই ছেচল্লিশ-সাতচল্লিশ,
চৌষট্টি-পঁয়ষট্টি, সত্তর-একাত্তর, তার
পরেও পঁচাত্তর-ছিয়াত্তর, আর অধুনা
এই হালফিলের চব্বিশ-পঁচিশ...
যেন সেই পুরাতন গোখরো সাপের
বিষাক্ত ছোবল, হিসহিস্। নিশি-দিন
স্বজাতি বাঙালির বিরুদ্ধেই যুদ্ধ-ঘোষণা--
বুড়িগঙ্গায় অশ্রুবারি, রক্ত-বন্যা...
তবু, এই আমার অভিশপ্ত জননী
জন্মভূমি। ধাত্রী আমার, স্বদেশ আমার--
বিদেশ হয়ে গিয়েও অন্তরে চির
জাগরূক স্নেহময়ী অপরূপা মাতৃরূপা!
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members: Bangadesh, Bhutan, Nepal & Maldives" (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।