Advt

Advt

basanta-barta-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

basanta-barta-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়


রং ধরেছে গাছের গায়

রং লেগেছে বসন্ত বায় ।

প্রকৃতি হয়েছে লালে লাল

এসেছে আজ বসন্ত কাল ।

জীর্ণ , শুষ্ক পাতা গিয়েছে ঝরে

কিশলয়ে গাছ গিয়েছে ভরে ।

শিমুল , পলাশ , কৃষ্ণচূড়া

প্রকৃতিকে করে মনোহরা ।

ফুলে ফুলে অলির গুঞ্জন

বইছে মাতাল সমীরণ ।

গাছে গাছে আম্র মুকুল

গন্ধে সবে হই আকুল ।

কোকিলের কুহু কুহু রব

প্রেম মুখর হয়ে ওঠে সব ।

ফাগের নেশায় মাতেন শ্যামরাই

ভেদাভেদ ভুলে মেতে চলি সবাই । ।

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।