Advt

Advt

pashe-theko-maa-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পাশে-থেকো-মা-মনীষা-কর-বাগচী


 

মা  তুই  একি রূপ তোর দেখালি

দুষ্ট দমনে নিজের হাতে খর্গ উঠালি।

 

দুষ্টের নিপীড়ন অসহ্য হলে

তোমার চোখে আগুন জ্বালো

তুমি আছো তাই জগতের ঘরে ঘরে

এখনও জ্বলে আলো।

মাভৈ মাভৈ ডাকলে পরে

 দৌড়ে আসিস তুই মা কালী।।

 

শীষ্টের পালন করিস যে তুই

তাইতো আমরা থাকি ভালো

সন্তানের ব্যাথায় কাতর হয়ে

তোর গৌর বর্ণ হল কালো

যুগে যুগে জন্মে জন্মে পাই যেন মা তোকে কালী।

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।