মাতৃ-রূপের চেয়ে শ্রেষ্ঠতর রূপ
আর কোথাও নাই। আমরা
ভারতবাসী--
মাতৃ-ভূমিকে স্বর্গাদপি
গরিয়সী বলে
প্রণত, তাই।
কেন এত হিংসা তোমাদের ? কেন
বারে-বারে আক্রমণ শানো কেড়ে
নিতে পিতৃ-মাতৃ সূত্রে
প্রাপ্ত
সেই পবিত্র জন্ম-ভূমি আমাদের
?
উত্তর নাই !
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।