রাজস্থানের থর মরুভূমির বুকে এক
সোনালী শহর এই জয়শোয়ালমেড়। কথিত, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভবিষ্যদ্বাণী
করেছিলেন যে কোনও সময় যাদবকুলের কোনও এক বংশধর এখানে এই ত্রিকূট পাহাড়ের ওপর
তাঁর রাজধানী স্থাপন করবেন।
পরবর্তী কালে যাদব বংশীয় রাজপুত রাজা রাওয়াল জয়শোয়াল
তাঁর প্রাচীন লোদাবার দূর্গ পরিত্যাগ করে এখানে ত্রিকূট পাহাড়ের ওপর রাজধানী
নির্মাণ করেন। এই জয়শোয়াল নাম থেকেই স্থানের নাম হয়েছে জয়শোয়ালমেড়। তৎকালীন
সময়ে এই কেল্লার নাম ছিল জয়শোয়ালমেড় কেল্লা। বিশ্ববরেণ্য
চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি " সোনার কেল্লা"-র পরেই
এই কেল্লা ' সোনার কেল্লা ' নামে
পরিচিতি লাভ করে।
বালি-পাথরে তৈরি বলেই দিনের বেলায় সূর্যের আলোয়
কেল্লার দেওয়ালসহ অন্যান্য অংশ সোনার মতো উজ্জ্বল দেখায়। তাই এর নাম হয়েছে
সোনার কেল্লা । কেল্লাটি ৮০ মিটার উঁচু, ৯৯ টি বুরুজের ওপরে দাঁড়িয়ে আছে ।
কেল্লায় প্রবেশের জন্য চারটি প্রকাণ্ড প্রবেশপথ আছে। সেগুলি হল, ১) অক্ষয় পোল, ২) গণেশ পোল ৩) হাওয়া পোল এবং ৪)
সুরজ পোল। রাজ পরিবারের সদস্যরা বর্তমানে বাস করেন বাদল মহল, রানা মহল, গজবিলাস এবং মোতি মহলে। বাদল মহল থেকেই
দেখা যায় এক সুন্দর পাথরের স্তম্ভ। এখানে রয়েছে প্রাচীন এবং বর্ণাঢ্য তাজিয়া
এছাড়াও দেখে নেওয়া যায় ৩০০ বছরের প্রাচীন মহারাজ রাওয়াল গজ সিংয়ের মন্ত্রী
সেলিম সিং এর হাভেলি , পাটোয়া কি হাভেলি প্রভৃতি।
ইচ্ছে হলে আর হাতে সময় থাকলে ঘুরে নেওয়া যায়
জয়শলমেড় থেকে প্রায় ৪২ কিমি দূরে একেবারে থর মরুভূমির বুকে স্যাম স্যান্ড ডিউনস
থেকেও। উটের পিঠে চড়ে এসে এই স্যামে টেন্টে থেকে স্থানীয় শিল্পীদের পরিবেশনায়
আঞ্চলিক নৃত্য গীতের অনুষ্ঠান দেখতে আনন্দ অনুভব করবেনই ।
যাতায়াত --কলকাতা থেকে সরাসরি জয়শোয়ালমেড় যাচ্ছে
হাওড়া -- জয়শলমেড় এক্সপ্রেস। এছাড়াও বাস আসছে ২৮৫ কিমি দূরের যোধপুর,৩৩৩ কিমি দূরের বিকানীর থেকেও।
থাকা খাওয়া --- জয়শলমেড়ে আছে আর টি ডি সি
( R. T. D.
C. ) - র দুটি হোটেল, ১) হোটেল মুনাল ফোন -
০২৯৯২-- ২৫২৩৯২ , ০৯৪৬৮৫৫৬৩৩৪ এবং ২) হোটেল শ্যামধানী ( ফোন
০৯৪৬৮৫৫৬৩৩৪), এছাড়াও রয়েছে সত্যজিৎ রায়, জে পি দত্ত সহ বলিউড, টলিউড এবং দক্ষিণ ভারতের
চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত মানুষের পদধূলি ধন্য হোটেল প্রিন্স ( Hotel
Prince ) । এদের সম্পূর্ণ বাঙালি পরিচালিত রেস্তোরাঁ এবং স্যামে
থাকার জন্য টেন্ট আছে। যোগাযোগ - ০৯৪১৪১৪৯১০৫ , ০৭০১৪৩৯৭০০৯ ,
০৯৯২৮২৭৩০৩০ ) , কিলা ভবন ( ০২৯৯২২৫১২০৮ ) ,
হোটেল অশোক ( ০৩৯৯২২৫৬০২১ )
লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
লেখক পরিচিতি -
জন্ম কলকাতায়। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা
করেন। সাপ্তাহিক বর্তমানে ভ্রমণ নিয়ে নিয়মিত লেখেন। বিভিন্ন জায়গায় বেড়াতে এবং
তথ্য সংগ্রহে আনন্দ পান ।
ছবি - সংশ্লিস্ট সংস্থার সৌজন্যে