কামুক রাতে জলপরী হই
পুস্প বৃষ্টিতে মেলে দিই পাখা
কারো চোখে স্বপ্ন ছোঁয়াই
আলুথালু বেহিসাবি প্রেম
মাখা।
বাহুবন্ধনে নিষ্পেষিত হতে
হতে
সোহাগী তারারা স্বপ্নে বিভোর
স্পর্শ সুখে কম্পিত অধর
শুষে নেয় বেদনাশিক্ত বিষাদ
লোর।
সদ্য প্রস্ফুটিত গোলাপের
পাপড়ি হয়ে
সৌন্দর্যে সৌরভে আচ্ছন্ন করি
তোকে
শিউলি ঝরার মরসুমে
সবুজ ঘাসে এলিয়ে দিয়েছি গা
পরোয়া করি না কারো,
যা বলে বলুক লোকে।
কবি পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।