Advt

Advt

gandharbyaloke-vramon-kabita-poem-poetry-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-myagazine-গন্ধর্বলোকে-ভ্রমণ-পার্থ-ভট্টাচার্য

 

gandharbyaloke-vramon-kabita-poem-poetry-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-myagazine-গন্ধর্বলোকে-ভ্রমণ-পার্থ-ভট্টাচার্য

গন্ধর্বলোকে মোরগ নেই

য়ূর অনেক আছে

ঘুম ভাঙ্গার ডাক কে দেয় জানিনা

সূর্যের প্রখরতা অনেক কম

তাপ দগ্ধ করে না

এমন সূর্যের কি প্রয়োজন

স্নিগ্ধ বাতাস বয়

জল সুস্বাদু নয় হয়ত শুদ্ধ

বৈচিত্র্যহীন জল হাওয়া সেখানে

এত বেশি সৌন্দর্য ভালো লাগে না  

ঘামের নোনতা স্বাদ নেই

লেপের তলায় ঘুমানো নেই

নেই কান্না চমকে দেওয়া আদর

ছেলেপিলের নিষ্পাপ হাসি

এবাড়ি ওবাড়ি শালিকের ঝগড়া

এত বেশি টিয়ার ঝাঁক

না না এ চোখে সহ‌্য হয়না ।

ক্ষিদের জ্বালা বুঝতে পারা যায়না

তাহলে কিসের জীবন

তাই আসতে চাই বারবার ফিরে

তোমার কাছে

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।