Advt

Advt

futanta-prem-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ফুটন্ত-প্রেম-কুমার-আশীষ-রায়

futanta-prem-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ফুটন্ত-প্রেম-কুমার-আশীষ-রায়


কোথায় তোমার ফুটন্ত প্রেম

দুরন্ত সব আশা,

সামনে যখন এলেই -- কেন

নীরব মুখের ভাষা ?

 

বলেছিলে মাতাল হব

তোমার পরশ পেলে,

কিছুই পড়ে র‌ইবে না আর

তুমিই চলে গেলে

 

শুনবো কবে মুখের কথা

শব্দে পরিপাটি

সব কিছু যে মেকি তোমার

মুখোশ নাকি খাঁটি ?

 

হাজার তোমার প্রতিশ্রুতি

ছিল আগের কথায়

সে-সব এখন হলুদ বর্ণ

আর না তারা মাতায়

 

সাদাসিদে জীবন আমার

নিম্ন গেরস্থালী,

থাকি একটি ঘরেই

যার ছাদে ভাঙাটালি

 

এমন ঘরে টিকবে ক'দিন

তোমার ভালবাসা ?

বরং চলুক এমনি করেই

একটু যাওয়া আসা ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।