শ্যামা মায়ের
জয় মা শ্যামা সৌরভী খ্যাপা চন্ডালিনী৷
জয় মা চন্ডী ভৈরবী নিঠুর প্রহারিণী৷
জয় মা নৃত্যে গৌরবী অসুর বিনাসিনী৷
জয় মা শান্তা হরষী ক্ষমাধাত্রী শিবানী
৷
জয় মা সেবা সন্তোষী শমী আশীষ পাণি ৷
জয় মা স্নিগ্ধা ঊষষী কলির নারায়ণী ৷
জয় মা কপালিনী সতত নিরাময় ৷
জয় মা জগত্তারিণী সতত কৃপাময় ৷
জয় মা জগজ্জননী সতত বরাভয় ৷
শ্যামা মায়ের
মা মহাকালী
রুদ্রা করালী
নৃমুন্ড মালিনী তুই মা খড়্গপাণি,
আয় মা ছুটে
আঁধার লুটে
প্রলয় নৃত্যে আয় মা চন্ডালিনী ৷
আয় মা শক্তি
ভয়ের ভক্তি
ভাঙ্গরে ভীতি তুই মা এলোকেশী,
শক্তি ঢাল মা
সাহস দে মা
আয় মা ভৈরবী তুই মা রক্তবেশী ৷
তুই ভীষণা
রক্ত রসনা
দুষ্ট নাশা তুই মা মত্ত বিনাশে ৷
আঁধার রাতে
ডাকিনী সাথে
আর নয় নাচা মা কলিজা হাতে ৷
মা ভদ্রাকালী
সৌম্যা শ্যামলী
জবায় ভূষিতা তুই মা আশীষপাণি ৷
আয় মা নেমে
আঁধার শেষে
সৃজন নৃত্য আয় মা কৃপা ভবানী ৷
কবি পরিচিতি -
স্কুল-কলেজ পেরিয়ে উচ্চশিক্ষা পান আই
টি খরগপুর, নেডারল্যান্ডস্ ও
জর্জিয়া বিশ্ববিদ্যালয়, ইউ এস এ -তে ।
কর্মক্ষেত্র উত্তর প্রদেশ-এর তরাই অঞ্চলের গ্রাম, ভারত সরকার-এর অধীনে অরুণাচল-এ, (শিলং-এ থেকে), উটি (তামিলনাড়ু), দেরাদুন-এ (উত্তরাখণ্ড) , কৃষি এবং পরিবেশ
মন্ত্রালয়, দিল্লি-তে।
দিল্লির ৩৪ পল্লীর কালীবাড়ির সাথে
যুক্ত আছেন বিগত ৩০ বছর ধরে।
১৯৪৮ সাল থেকেই লেখেন কিন্তু প্রথম প্রকাশন ২০১৫-তে। কবিতা , গল্প, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ ছাপতে থাকে দিল্লির
পত্র-পত্রিকাগুলোতে। কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন।
প্রথম বই ' অনুভূতি বহুরূপে'। অনেক বই প্রকাশিত
হয়েছে। বর্তমানে দিল্লিথেকে প্রকাশিত ম্যাগাজিন ' কলমের সাথ রঙ' পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং উচ্চপদে আছেন।