হৃদয় নিয়ে রঙ্গ মানুষের
প্রেম-প্রেম খেলা
তার মধ্যেই ফেনায়িত ঘোর আলোড়ন
অণু-কণিকার মঞ্চে বীজের কুহরে
অবিরাম সৃষ্টি-তরঙ্গ ।
অরণ্যে হাজার হাজার বৃক্ষ অবতার
প্রকৃতির প্রবক্তা ....
কপালের শ্রমজ সলিলে ভাসে ভাগ্যতরণী
এরই মধ্যে ঘটে অবাধ্য বর্ষার প্রবেশ
অদ্ভুত এক মায়া জড়ানো
প্রাকৃতিক সোহাগ ছড়িয়ে পড়ে ...
অনন্ত জিজ্ঞাসা কাঁপতে থাকে
বিলাপ মধুর সুরে,
বিরহে মুহ্যমান আলো --- মৃতপ্রায় ।
মনোমুগ্ধকর আলাপে ঘনায় দুর্যোগ
সুপ্ত মধু-বিতানে ...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।