Advt

Advt

jim-corbet-national-park-and-latehar-of-jharkhand-travel-vramon-by-biswajit-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine


করবেট ন্যাশনাল পার্ক

বিশ্বজিৎ চক্রবর্তী

 প্রায় ৫২০ . ৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়া করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের অন্যতম সেরা অরণ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৮৫ --- ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত শাল , সেগুন, শিমুল গাছে ঢাকা এই অরণ্যে রয়েছে হাতি, শম্বর, নীলগাই, ব্ল্যাক বিয়ার, হরিণ, বুনো শুকর, আর হ্যাঁ! আছে জঙ্গলের রাজা বাঘ। তবে ভাগ্য সহায় হলে তবেই দেখা মেলে তেনাদের। আর আছে প্রায় ৫৮০ প্রজাতির পাখি ।

jim-corbet-national-park-and-latehar-of-jharkhand-travel-vramon-by-biswajit-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine

করবেটের অরণ্য পথে 

  মোট ৫ টি জোনে এই অরণ্যকে বিভক্ত করা হয়েছে। এক একটি জোনে প্রবেশের জন্য রয়েছে এক একটি প্রবেশদ্বার। যেমন, ১) ঝিরণা জোনে প্রবেশের জন্য রয়েছে রামনগর থেকে ১৮ কিমি দূরে ঝিরণা বা খাড়া বা কালাগড় গেট। ২) ধিকালা জোনে প্রবেশের জন্য রয়েছে রামনগর থেকে প্রায় ১৫ কিমি দূরে ধিকালা গেট বা ধানগড়ি গেট। ৩) দোমুণ্ডা জোনে প্রবেশের জন্য রয়েছে রামনগর থেকে প্রায় ২৮ কিমি দূরে সোনাডাঙ্গা বা দূর্গা দেবী গেট। ৪) বিজরানি জোনের জন্য রয়েছে রামনগর থেকে প্রায় ৮ কিমি দূরে বিজরানি বা আমদান্ডা গেট এবং ৫) সোননাড়ি জোনের জন্য রয়েছে রতনবাসা গেট ।

   রামনগর হল পার্কের মূল কেন্দ্র। এখানে রয়েছে ন্যাশনাল পার্কের রিসেপশন সেন্টার। এখান থেকেই মেলে পার্কে প্রবেশের অনুমতিপত্র। এখান থেকে যে অনুমতিপত্র দেওয়া হয় তা জঙ্গলে ঘোরার সময় সব সময় সঙ্গে রাখতে হয়। ফেরার সময় যে জোনে সাফারি হবে সেই জোনের ফরেস্ট রিসেপশন থেকে দেওয়া ক্লিয়ারেন্স সার্টিফিকেট গেটে জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখতে হবে।

  এক যাত্রায় দেখে নেওয়া যায় ধিকালা গেটের কাছে অবস্থিত করবেট মিউজিয়াম, গর্জিয়া দেবীর মন্দির, কালাধুঙ্গির করবেট মিউজিয়াম মিউজিয়ামটি, করবেট ওয়াটার ফলস প্রভৃতি।

  করবেট ভ্রমণের জন্য প্রথমে আসতে হবে রামনগর। কলকাতা থেকে ট্রেনে এলে প্রথমে আসতে হবে মোরাদাবাদ । সেখান থেকে লোকাল ট্রেন আসছে রামনগর। আবার হলদোয়ানি ( ৮৪ কিমি ) , কাঠগোদাম ( ৭৭ ) কিমি এবং নৈনিতাল ( ৬৫ কিমি) থেকেও বাদ আসছে রামনগর।

থাকা - খাওয়া ----- রামনগরে আছে কে এম ভি এন ( K. M.  V. N. )- এর ট্যুরিস্ট রেষ্ট হাউস ( ফোন -- ০৫৯৪৭ -- ২৫১২২৫ ) । এছাড়াও করবেট ন্যাশনাল পার্ক বা এর আশেপাশে রয়েছে বেশ কিছু থাকার ও খাওয়ার হোটেল ।

--------------//--------------

 

 

ঝাড়খণ্ডের লাতেহার ভ্রমণ

বিশ্বজিৎ চক্রবর্তী

ঝাড়খণ্ডের লাতেহার জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু অসামান্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান , যেগুলির খবর আমরা অনেকেই রাখিনা। এর মধ্যে অন্যতম হল তপ্তপানি হট ওয়াটার স্প্রিং। স্থানীয় ভাষায় তপ্তপানি কথার অর্থ গরম জল। অনেকেই মনে করেন এই জলে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত থাকার কারণে এই জলে স্নান করলে বহু রোগ ব্যাধির নিরাময় হয়।বেতলা অরণ্যের খুব কাছেই এই ওয়াটার স্প্রিং। বেতলা থেকে ৩০ - ৩৫ কিমি দূরে বারেসাদের পথে মারোমার হয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ গিয়েছে কোয়েল নদীর দিকে। এই পথেই পড়বে আর একটি অপূর্ব সুন্দর স্থান " আকশি" । একটু এগিয়ে কোয়েল নদীর তীরে রয়েছে উলফ স্যাংচুয়ারি। সম্পূর্ণ অঞ্চলটাই শাল, পলাশ, পিয়াল , মহুয়া গাছের অরণ্যে ঘেরা।

jim-corbet-national-park-and-latehar-of-jharkhand-travel-vramon-by-biswajit-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine

সুন্দরী লাতেহারের পাহাড় জঙ্গলে

  এখানকার আর একটি অপরূপ সুন্দর স্থান হল  কেঁড়। বেতলা থেকে মহুয়াডার হয়ে নেতারহাট যাওয়ার পথেই চারদিকে ঘন জঙ্গলে ঢাকা স্থান এই কেঁড় । কেড়ের খুব কাছেই আরও একটি অপূর্ব সুন্দর স্থান " পরেশ টোলা " । এখান থেকে আবার খুব কাছেই রয়েছে এমন একটি অপূর্ব সুন্দর অরণ্য, যার খবর আমরা অনেকেই রাখিনা। এই অরণ্যর নাম " রুদ ফরেস্ট" । বেতলা থেকে প্রায় ৩০ -- ৩৫ কিমি দূরে গাড়ু। গাড়ু থেকে আরও প্রায় ২৫ -- ৩০ কিমি দূরে এই রুদ ফরেস্ট।

  চতুর্দিকে ঢেউ খেলানো পাহাড়ের শ্রেণী, নিবিড় অরণ্য, নদী, ছোট ছোট ঝর্ণা, অনাবিল সবুজে ঢাকা পরিবেশ, আর আদিবাসী মানুষজনের অকৃত্রিম সারল্য যে কোনও পর্যটককে মুগ্ধ করবেই।

   লাতেহারের এইসব স্পটগুলিতে আসতে হলে প্রথমে আসতে হবে ডাল্টনগঞ্জ অথবা তার আগের স্টেশন বারাওডি । হাওড়া থেকে আসছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ভূপাল এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। ডাল্টনগঞ্জ থেকে বেতলার দূরত্ব প্রায় ২৪ এবং বারাওডি প্রায় ১৬ কিমি। এটুকু পথ যেতে হবে গাড়িতে।

 বর্তমানে এই স্থানগুলিতে গড়ে তোলা হয়েছে বনবাংলো। বুকিং - এর জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ডি এফ ও, ডাল্টনগঞ্জ সাউথ ফরেস্ট ডিভিশন, পালামৌ - ৮২২১০১ , অথবা ফোন করতে পারেন ০৬২০৬২২০৩১৪ নম্বরে। আর জঙ্গল সাফারি, গাড়ি প্রভৃতির জন্য যোগাযোগ করতে পারেন ০৯৯৫৫৫২৭৩৭১ নম্বরে ।

লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

লেখক পরিচিতি -

জন্ম কলকাতায়। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন। সাপ্তাহিক বর্তমানে ভ্রমণ নিয়ে নিয়মিত লেখেন। বিভিন্ন জায়গায় বেড়াতে এবং তথ্য সংগ্রহে আনন্দ পান     

ছবি - সংশ্লিস্ট সংস্থার সৌজন্যে