Advt

Advt

durga-series-er-kabita-poem-poetry-poem-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দুর্গা-সিরিজের-কবিতা

durga-series-er-kabita-poem-poetry-poem-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দুর্গা-সিরিজের-কবিতা

 

*১.* *আমাদের দুর্গাকে---*

 

আয় রে বেটি ছন্নছাড়ি

রণ-রঙ্গিনী বেশে দেখা দে--

অত্যাচারী মিথ্যাচারীর কপট বাগান

ছিন্ন-ভিন্ন করে দে...

 

তোর আয়োজন, তোর প্রয়োজন--

জগৎ-সংসারের হিসাব বুঝে নে।

নে রে বুঝে নে !

প্রাণে শান্তি এনে দে...

 

*২.* *আমাদের দুর্গা, আমাদের অভয়া...*

 

আমাদের দুর্গা, আমাদের অভয়া।

 

তারই ডাকে পথে নেমেছি--

সুবিচার চাই, সুরক্ষা চাই

আওয়াজ তুলেছি। কোথায় রে

সব পিশাচগুলো, কোথায় লুকালি ?

গণ্ডি এঁকে, ফন্দি এঁটে

আর কী ভয় দেখাবি...

 

আমরা বাঁধন টুটেছি। রাত্রি

জেগে প্রতিবাদের কামান দেগেছি--

কী করবি, আর কী !

 

*৩.* *ত্রিকাল-জয়ী দুর্গা*

 

জয়, মা দুর্গার জয়।

 

শুনেছিস তো সেই কথা--

কে যেন বলেছিল,

নির্যাতিতার ফাঁসি চাই !

 

কস্মিনকালে তো এমন

কথা শুনি নাই।

তুই কি হেসেছিস খুব--

মৃত্যুর পর-পারে ধারণ করে

ত্রিকালজয়ী দুর্গা-রূপ...

 

*৪.* *ভাসানের দিনে---*

 

হোক না ভাসানের দিন,

আমরা কি পারি তোকে

ভাসিয়ে দিতে? দুগ্গা মা-রে!

 

আবার এসো মা ফিরে

হৃদয়ের অন্তঃপুরে

যুগ-যুগান্ত ধরে।

 

এমনি করেই আমাদের

জাগিয়ে দিয়ে !

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 

জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।