Advt

Advt

bangla-vasha-samparke-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বাংলা-ভাষা-সম্পর্কে


বাংলাভাষার সাথে পুলিশের গুলি খাওয়ার

পৌনঃপুনিক সম্পর্ক আছে--

সাম্প্রতিক ভারতবর্ষীয় ইতিহাসে তার

জলজ্যান্ত সাখ্য-প্রমাণ দেখা গেছে।

ভারত-বিভাজনের অব্যবহিত পরে

ঢাকার রাজপথে রাষ্ট্রভাষা বাংলা চাই

দাবি করে পুলিশের গুলি খাওয়ার কথা

বিশ্ব-ব্যাপী জানেনা কে !

 

তারও পরে আসামের শিলচরে

বাংলাভাষার স্বপক্ষে অবস্থান করে

পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছিল

মহিলাসহ অনেকে !

 

দুঃখিনী বাংলা মাতৃভাষা আমাদের

ইতিহাসের পরম্পরায় আজও ভেসে যায়--

দাঁড়িভিটে বাংলাভাষা শিক্ষকের দাবিতে

সোচ্চার হয়ে আবারও পুলিশের গুলিতে

বিদ্ধ হয়ে দুই ভাষা-শহিদ নিরুপায়

শুয়ে থাকে অশ্রুভেজা মাটির তলায়

বেলা অবেলা কালবেলায়... 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 

জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।