Advt

Advt

baje-katha-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বাজে-কথা-কবিতা-পার্থ-ভট্টাচার্য

baje-katha-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বাজে-কথা-কবিতা-পার্থ-ভট্টাচার্য
 

মনোরঞ্জন,মনোরঞ্জন

এদিকে একটু দেখ

দাঁতগুলো সব পড়ে গেছে

চিনতে পারছ নাকো

ক্লাস টেনে ফেলে করে

সেই যে তুমি চলে গেলে

লোকেরা বলে এতদিন

ছিলে নাকি তুমি জেলে

আমি কিন্তু বিশ্বাস করিনা

লোকের কথা একদম ধরিনা

অন্য কোন বড় কাজে

ব্যস্ত নিশ্চয় ছিলে

কেউ আবার বলছে

কাগজে কি সব পড়েছে

তুমি নাকি জন্তু জানোয়ার

রপ্তানি করেছিলে

আচ্ছা বলতো মনোরঞ্জন

কোথায় তোমার রপ্তানির ধন

এখন তো দেখি

ডাল ভাত আর পোস্তর বড়া খেলে

হয়ত কিছু লাভ হয়েছিল

দুর্জনেরা তাই বলছিল

আসল কথা শেষমেশ

তুমিই জিতে গেলে।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।