ঐ যে মন্দিরটা, ষাব না
ওদিকে ।
দেবতার গোঁসা হলেও নাচার ।
যাব না কখনো অবহেলে ফেলে
গনগনে আঁচ ।
ফুল-বেলপাতা-ধূপ-ধুনোয় গড়া
গদগদ প্রকাশখানি হঠাৎ
গুটোলাম ।
এখন বুঝি সামনে ঝড়ের
ভ্রূকুটি
উপেক্ষাও অসহজ ।
সব সময় কাছে ডাকে আড়ালের মুখ,
সেই যেন মন্দিরের প্রধানা ।
তার কাছে শিখলাম
বাস্তব কোলাকুলি,বাস্তব
চরণ,
সেই-ই পরম পূজ্যপাদ ।
কবি পরিচিতি -
অবসরপ্রাপ্ত
সরকারী আধিকারিক । বিভিন্ন পত্র-পত্রিকায়
লেখেন। ২৫২-টি র বেশি পত্র-পত্রিকায় লিখেছেন এবং ওনার ১৪-টি বই প্রকাশিত হয়েছে ।