Advt

Advt

mombati-niye-path-hatchi-kabita-poem-poetry-by-dr.sunandan-shikdar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মোমবাতি-নিয়ে-পথ-হাঁটছি


পথ আজ সময়ের আয়না ,

এস, আজ বাতি নিয়ে হাঁটি ।

অভাবি বাস্তব আর কেউ চায়না

এই মুহূর্তটা কল্পনায় থাক খাঁটি । 

 

চলার শেষে আছে ভোর,

এই বিশ্বাসে তুচ্ছ করেছি ভয় ।

হাজারো পা সঙ্গে আছে মোর ,

বহুর সুরে গাঁথা আছে যে জয় ।

 

ঝড়ে  বাতি যেন নিভে না যায় ;

বন্ধু , পথ যেন হয়ে না যায় মেকি ।

শোণিত যেন ধুয়ে না যায় বারিধারায়,

ভবিষ্যৎ যেন বলে না ওঠে, একি !

লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

লেখক পরিচিতি –

জন্ম  ১৯৭৪  পেশায় চিকিৎসক এমডি , ডিএম  কার্ডিওলজিস্ট ) কবি , সমালোচক , রবীন্দ্র অনুরাগী  শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাসের পৌত্র 

ছোটগল্প প্রকাশিত হয়েছে নবকল্লোল , শনিবারের চিঠি ( নবপর্যায় ), সুদক্ষীণা , গল্পপত্র , কাথাসাহিত্য , শারদীয়া দক্ষীণীবার্তা , কবিতা  গল্প বারোমাস , কালপত্রী , ইছামতি বিদ্যধরী অন্ধপক্ষ প্রভৃতি পত্রিকায়  নানা লিটল ম্যাগাজিনে

গল্পগ্রন্থ : সৈকত শিল্পী , বনবিহঙ্গ  

উপন্যাস:  সমান্তরাল