Advt

Advt

swadhinatar-rup-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-bangla-online-e-magazine-স্বাধীনতার-রূপ-কুমার-আশীষ-রায়

swadhinatar-rup-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-bangla-online-e-magazine-স্বাধীনতার-রূপ-কুমার-আশীষ-রায়
 

স্বাধীনতা তুমি এসেছিলে  নাকি

মানবতাকেই মেনে

আজও এতদিন পরে এইসব

উঠতে পারিনি জেনে ।

 

সকলেই বোঝে তোমার প্রভাব

সমাজের নানা স্তরে,

মুক্তি-দেবতা রূপে আগমন

রাতের অন্ধকারে ।

 

অবাধে বলা যায় না কথা

অথবা মতের প্রকাশ,

লুকিয়ে গোপনে আমাদের‌ই মাঝে

বহুরূপী কৃকলাস।

 

মানা-মানি গেছে শূন্যে মিলিয়ে

হাতে নিয়ে পতাকাটা,

দেশ প্রেমিকের গলা ফাটাফাটি

অন্যের গলাকাটা ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।