Advt

Advt

stabdha-muhurta-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্তব্ধ-মুহূর্ত-কবিতা-কুমার-আশীষ-রায়

stabdha-muhurta-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্তব্ধ-মুহূর্ত-কবিতা-কুমার-আশীষ-রায়

ক্লান্ত জনের জীর্ণ বাসনা

মূর্ছিত হতাশায়

প্রত্যাশাভরা দিনগুলো যেন

মনে হয় মৃতপ্রায় ।

 

নীলাম্বরের চাদরে ঢাকা

বরফতুল্য চাঁদ,

তার জমাট ক্লান্ত হিমায়িত মুখ

এমন জায়গা আকাশে কোথায়

যেখানে জ্বলে না তারা

 

ভীত আর্ত উত্তাপহীন মেষের দল

হিমশীতল চারণভূমিতে,কান্নারত ।

শিকারির ফাঁদ সম্মুখে পাতা

তাদের কৃপা করো প্রভু,

এই আমার প্রার্থনা

 

সূর্যালোকের প্রশমনে,

চাঁদের হিমেল পরশে

আগত তন্দ্রা যেন কেটে যায়

আমি সেই উদ্বোধনী

আহ্বানের প্রতীক্ষায় ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।