Advt

Advt

smritir-sahar-kabita-poem-poetry-by-kabi-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্মৃতির-শহর-সুভাষ-সরকার

এই মিছিলের শহরে আমি মানুষের সঙ্গে হেঁটেছি,স্মরণে আসে না।

ফুটপাথে দাঁড়িয়ে দেখেছি অসংখ‍্য ফুলকি আর

স্বপ্নদেখা যৌবনের চোখেমুখে আগুনের নিত‍্য আনাগোনা!

 

এ-শহর তাই ন‍্যায‍্যত আজ,পলায়নবাদী

আমাকে চেনে না।

 

এখন আর শরীরে সামর্থ নেই,

মনে ভজি অতীতের মৌর্যকলতান।

কাগজে-কলমে অক্ষমতা ফোটে,যাকিছু লিখি তা

স্বপ্ন আর দুঃস্বপ্নের ছায়া-মরুদ‍্যান।

 

আমি কবি নই। হয়তো ছিলামও না কোনদিন। তবু যাঁরা

সেসময় জীবনের চেয়ে কবিতার দাম দিত বেশি,তাঁদের আসল

চেহারাগুলো আজ সূর্যালোকে ক্রমশ প্রকট।

 

এ-শহরে সেইসব কবি ও শিল্পীদের নিয়ে আজ যত সাজানো মিছিল,

আমি তাকে ঘেন্না করি, আমি তার মুখে

স্পষ্ট লক্ষ করি কবিতাকালের আসন্ন সংকট।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখসুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।