উস্কোখুস্কো স্বপ্ন
নির্ভেজাল বাসনা
ক্ষুধার রাজ্যে ভাসমান দৃষ্টি
নীরবে নিভৃতে
খোঁজে আঙিনা আমার!
কি চাও?
বেড়াজাল টপকে
ভরবে উড়ান পালকে আমার?
পারবে?
নির্ঘুম দুটি চোখে
এঁকে দিতে পারবে আলপনা?
যদি পারো
সারা আকাশ ভালোবাসা তোমায় দেব
অন্ধকার এবড়ো খেবড়ো গলিপথ ফেলে
আলোর উৎস মুখ দেখাবো।
আষ্টেপৃষ্ঠে বেঁধে বেঁধে
পায়ে পা মিলিয়ে
হাতে হাত মিলিয়ে
চোখে চোখ মিলিয়ে
থাক আর বলব না
লজ্জা করছে!
শিখিয়ে দেব বেঁচে থাকা কাকে বলে
কি শিখবে তো?
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
মনীষা কর বাগচী বিয়ের পর দিল্লিতে আসেন। শৈশব এবং কৈশোর কেটেছে সবুজে শ্যামলে ঘেরা নদীয়া জেলার মাঝেরগ্রাম নামক একটি গ্রামে।
স্কুল থেকেই লেখা লিখি শুরু । নিজের মনেই লিখে যেতেন কত কিছু। আজ সে সব লেখাগুলোও হারিয়ে গেছে। লেখার অনুপ্রেরণা জোগান সেজোকাকা কবি নিশিকান্ত বাগচী।
দেশে এবং বিদেশে অসংখ্য লিটিল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়। প্রতিদিন কিছু না কিছু লেখেন। শ্রদ্ধেয় কাকু বিরাট বৈরাগ্যের সহায়তায় হরিচাঁদ ঠাকুরের গান লিখেছেন।
এ পর্যন্ত লেখিকার নিচের আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১ নীল দিগন্ত
২ চোখের কোণে জল
৩ নূতন ভোর
৪ বসন্তরেণু
৫ শিউলি বেলার সুর
৬ বিবর্ণ বনলতা
৭ তপন বাগচী গভীর অনুধ্যান
৮ স্বপ্ন সফর (গল্প বই)
দু’টি কাব্যগ্রন্থ প্রকাশের পথে।
১ শিমুলরঙা সূর্য