এখনো ঘুমিয়ে আছে ঘুমে কিছু স্বপ্ন আছে নীরব পাখিটি
দুচোখ অন্ধ উড়তে শেখেনি আলো
সে দেখেনি কখনো বোঝেনি তফাৎ
সাদা ও কালোতে
এমন বিভৎস আঁধার এমন নৃশংসতা
কাল্পনিক হয়তো বা ছিল
ও'পাখি এতটা
বোঝেনি পুলিশের হাত ধরে এ'শাসক সব পারে
মিথ্যেটা সাজাতে আর সত্যটা লুকোতে।
কবি পরিচিতি -
বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ, সুভাষ সরকার।
অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ্য সরকারি আধিকারিক।
প্রকাশিত কাব্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*;
*ঈশ্বরীকথা সমগ্র*।
শীঘ্র প্রকাশের পথে : *আধিপত্য নয়*; এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।
সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।