Advt

Advt

pakhiti-ghumiye-ekhano-kabita-poem-poetry-by-poet-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পাখিটি-ঘুমিয়ে-এখনো-কবিতা-সুভাষ-সরকার

pakhiti-ghumiye-ekhano-kabita-poem-poetry-by-poet-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পাখিটি-ঘুমিয়ে-এখনো-কবিতা-সুভাষ-সরকার

এখনো ঘুমিয়ে আছে,ঘুমে তার নীরব যন্ত্রণা আছে,পাখিটি নিহত।

দুচোখে রক্তদাগ,অন্ধ হয়েছে আগে,আলো সে দেখেনি, বোঝেনি তফাৎ

সাদা ও কালোতে।

 

এমন বীভৎস রাত,এমন নৃশংসতা কল্পনাতেও ছিল না তাহার!

'পাখি এতটা বোঝেনি,পুলিশের হাত ধরে এ'শাসক সব পারে

নারীর সম্ভ্রম লুঠ,হত‍্যা লোপাট করে বয়ানে ফারাক।

 

সত‍্য কি লুকিয়ে থাকে চিরকাল? সততার কালো দাগ,ঘাতকের বিনীত-আশ্রয়

তোমাকে জাগ্রত করে,আমাকে সাহসী করে,মানুষ সোচ্চার :

এবাও পালাও তুমি,ওহে মিথ‍্যুক নারী,ওহে স্বেচ্ছাচারী

 

বোঝোনি,পাখিটি ফিনিক্স ছিল,পুড়েও পোড়েনি তাই। এখন

পোড়াবে যারা,তোমাকে পোড়াতে তারা,অজস্র পাখির মুখ,

অজস্র আলোর শিখা,তীব্র সারি-সারি। 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।