করতলে রেখেছি সুখ
হারিয়ে যাওয়া
পরিযায়ী হাওয়ায়
ভালবাসার পর্দা উড়ে যায়
সময় পিছলে যায়
আলগোছে লেগে থাকা সাবানের
সুগন্ধ ফেনা হেন
যখন বাতাসে বিষণ্ণতা
দ্রৌপদীর শাড়ির
মত খুলে নেয়
বিকেল
কোথাও এখন রিফ্যুজি শেলটারে
রক্ত বমি করে সমুদ্রে মরে যায়
সূর্য
করতলে রেখেছি সুখ
সাঁওতাল আকাশে যখন
কেবলই উড়ে
যাচ্ছে নীল-মাছিদের
মতো সারি সারি মিসাইল
ঈশ্বরের পতাকা হাতে নিয়ে
ঈশ্বরকেই ভুল করে বারেবারে
খুন করে তারা ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবির পরিচিতি –
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত ।