Advt

Advt

melay-dekha-kabita-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মেলায়-দেখা-অনন্ত-কৃষ্ণ-দে

melay-dekha-kabita-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মেলায়-দেখা-অনন্ত-কৃষ্ণ-দে
 

সেদিন মেলায় তো দেখেছিলাম তাকে

একরাশ কাল চুলে বেলফুলের মালার সাজে। 

সেদিন তো দেখেছিলাম,

রঙবেরঙের চুড়ির মাঝে;

দু-হাত ভরা কাঁচের বৃত্তাকার গহনা

দোকানে দোকানে অপ্সরীর মত নেচে নেচে,

রিনিঝিনি শব্দ তুলে,

বেলোয়ারি স্বচ্ছ রঙিন কাচের ভিড়ে মুখ ঢেকে যায়। 

আমিও রঙবেরঙের জামা-কাপড়ের ভিড়ে

ভোরে দেখা স্বপ্নের মত অনুসরণ করি।

আকাশে ঝলমলে ছোটবড় ঘুড়ি –

বুকের মাঝে স্বপ্নের সুতোর ঝনৎকার,

শূন্যতায় দেখা না-দেখার নেশায়

এক-বুক আবেগের ঘেরাটোপে

পুষ্পের সম্ভার নিয়ে 

আমারও অপেক্ষা  ফুরবে না।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

-----------------------------------------------------------------------------------------

কবি পরিচিতি  - 

জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাসিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুলকলেজঅণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা   নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।