Advt

Advt

mangalmayee-maa-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মঙ্গলময়ী-মা-দীপাণ্বিতা

mangalmayee-maa-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মঙ্গলময়ী-মা-দীপাণ্বিতা
 

মা আসছেন মর্তে

সবার মঙ্গল করতে ।

আনন্দে ভাসছে সবাই

ছোটো বড়ো ভাই ভাই ।

সবাই পাবে কাজ

দুঃখ থাকবে না আজ ।

ঢাক শুকোচ্ছে ঢাকি

বাজনায় হবে না ফাঁকি ।

চারিদিকে সাজ - সাজ রব __

মাকে যে সাজাবে সব ।

কারুর হাত ভরা মাটি ,

কেউ ধরছে রং তুলির বাটি ।

বাড়ীর মহিলারা নেই পিছিয়ে

এসেছে সাহায্যের হাত বাড়িয়ে ।

কারুর হাতে সুতো , কারুর বা শাড়ি ,

কেউ করে জরির কাজ রকমারি ।

কেউ বা গড়ে রং বেরঙের অস্ত্র ,

কেউ কেউ প্যান্ডেল গড়তে ব্যস্ত ।

আলোর কারিগর যারা

অন্ধকার দূর করবে তারা ।

হাট - বাজারে জ্বলবে আলো

সমাজের সবেতে হবে ভালো ।

মাতো সবাইকে করে আশীর্বাদ

কেউ যাবে না তার থেকে বাদ ।

মর্তের নররূপী শেয়াল হায়না

মার শাস্তি হতে রেহাই পাবে না ।

 সকল অমানুষের দল

পাবে তাদের যোগ্য ফল !

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

লেখিকার পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।