Advt

Advt

khoj-kabita-poem-poetry-by-kalipada-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-খোঁজ-কবিতা-কালীপদ-চক্রবর্ত্তী

khoj-kabita-poem-poetry-by-kalipada-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-খোঁজ-কবিতা-কালীপদ-চক্রবর্ত্তী


‘কোথায় পাবো বলতে পারেন’?

 বইটা আমি বহুদিন ধরে খুঁজছি।

খুঁজেছি কলেজস্ট্রীটের অলিতে,

 গলিতে, পুরানো বই-এর ষ্টলে,

 নতুন বই-এর দোকানে, কিন্তু পাইনি।

 

কেউ বলতে পারেনি বইটার নাম,

লেখকের নাম, প্রকাশকের নাম।

বইটার কথা শুনে আসছি জ্ঞান হওয়া থেকেই,

 বড়দের মুখে শুনেছি – “ শাস্ত্রে আছে”

অতএব কাজটা করতে হয় অথবা হয়না।

 

“শাস্ত্রে নাকি আছে –

পাপ করলে শাস্তি হয়,

পুণ্য করলে সুখ, অবশ্য এ জন্মে নয় –

জন্মান্তরে।

এই শাস্ত্র বইটাই আমি খুঁজছি।

 

এতে নিশ্চই আছে – পাপ কাকে বলে?

পুণ্য কাকে বলে? এতে নিশ্চই আছে –

কারা চুরি করলে, মিথ্যা বললে,

খুন বা নির্যাতন করলে কাদের পাপ হয়;

আর কাদের হয় না।

 

এতে নিশ্চই আছে –

কোন্‌ পাপে হতে হয়

বেকার, শ্রমিক, মজদুর।

হতে হয়, একপাল সন্তানের দরিদ্র জনক;

অথবা ধনী নিঃসন্তান!

 

এতে নিশ্চই আছে –

কোন্‌ পাপে নির্যাতিত হতে হয় শ্বাশুড়ীর হাতে।

কোন্‌ পাপে পেতে হয় পুত্রবধূর লাঞ্ছনা!

কোন্‌ পাপে হতে হয় বদনামের ভাগী!

কোন্‌ পাপে মারা যায় মধ্যবিত্তের প্রাণ!

 

এতে নিশ্চই আছে –

কোন্‌ পুণ্যে হওয়া যায় ট্রাফিক পুলিশ!

কোন্‌ পুন্যে ও.সি হয়, হয় মন্ত্রী, নেতা!

কোন পূণ্যে হওয়া যায়

ব্যবসাদার বড়!

 

এতে নিশ্চই আছে –

কতদিন পরে বেরোয় পাপের রেজাল্ট?

কতদিনে পাওয়া যায় পুণ্যের ফল?

সেই বইটা

আমায় একটু দিতে পারেন?

 

সমাপ্ত

 লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন 

লেখক পরিচিতি –

কালীপদ চক্রবর্ত্তী  দিল্লি থেকে প্রায় ১৮ বছর ‘মাতৃমন্দির সংবাদ’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন এবং ‘সৃষ্টি সাহিত্য আসর’ পরিচালনা করেছেন। 

দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। কলকাতার আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা, সাপ্তাহিক বর্তমান, দৈনিক বর্তমান, নবকল্লোল, শুকতারা, শিলাদিত্য, সুখবর, গৃহশোভা, কিশোর ভারতী, চিরসবুজ লেখা (শিশু কিশোর আকাদেমী, পশ্চিমবঙ্গ সরকার), সন্দেশ, প্রসাদ, ছোটদের প্রসাদ,  কলেজস্ট্রীট, উল্টোরথ, তথ্যকেন্দ্র, জাগ্রত বিবেক (দক্ষিণেশ্বর কালীমন্দির থেকে প্রকাশিত) , স্টেটসম্যান , কিশোর বার্তা অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত বই-এর সংখ্যা ৮ টি এবং প্রকাশের পথে ২টি বই।

‘ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান’, পূর্বোত্তর আকাদেমির পুরস্কার, ‘বরুণা অসি’-র গল্প প্রতিযোগিতায় পুরস্কার লাভ, আরত্রিক সম্মান, তুষকুটি পত্রিকা সম্মান, কাশীরাম দাস সম্মান, সতীনাথ ভাদুড়ী সম্মান লাভ করেন।  ২০২২ সালে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে 'আজীবন সম্মাননা' লাভ করেন। এ ছাড়া আরও কিছু পুরস্কার লাভ করেছেন।

 বর্তমানে দিল্লি থেকে প্রকাশিত 'কলমের সাত রঙ'  ও www.tatkhanik.com এর  সম্পাদক এবং দিল্লিতে প্রতিমাসে একটি সাহিত্য সভা পরিচালনা করেন।