Advt

Advt

kalamta-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কলমটা-ড.প্রকাশ-অধিকারী



এক প্রতিবাদীর কলমটাই হারিয়ে

গিয়েছিল। গেল কোথায় কলমটা ?

কলমের তো পা নাই,

পালিয়ে যাবে! পাখাও তো

গজায় নাই। যে,উড়ে যাবে !

 

তারপরে একদিন দেখা গেল--

কলমটা সেখানেই আছে,যেখানে

ছিল। কলমটা হারায় নাই--

প্রতিবাদীর মনটাই হারিয়ে গিয়েছিল।

ভালো ! 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 

জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।