Advt

Advt

jodi-paro-kabita-poem-poetry-by-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-যদি-পারো-সুভাষ-সরকার

jodi-paro-kabita-poem-poetry-by-subhash-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-যদি-পারো-সুভাষ-সরকার

 

যদি পারো,সমূলে উৎপাটিত করো বিষবৃক্ষটিকে,একদিন যা পুতেছিলে তুমি।

গণতন্ত্রে ভোটের উৎসবনাকি নিত‍্য নতুন গড়ে তোলা

চোরেদের পর্যটনভূমি!

 

যে-অভয়ারণ‍্যে নিরীহ হরিণেরা যতবার জলাশয়ে গেছে,

ঘাতক শতেকবার বেড়ালের ভেক ধরে বাঘ বা বাঘিনী সেজেছে।

 

খুনের রাজত্বে আজ খুনিদের রমরমা, পুলিশের দাসত্ব স্বীকার।

মানি না শেকলবেড়ি, অনাদরে ন‍্যায়াদর--অজস্র আচার!

এবার আরম্ভ হোক জনতার আদালতে ঘুঘুদের ন‍্যায‍্য বিচার।

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখসুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।