একটি নদী আমার বন্ধ দরজায় কড়া নেড়ে
ঘুম ভাঙাতো আমার
ঘুম অথবা না ঘুমের এক কল্পনার
যাদু বাস্তবে
মাটির পেয়ালায়
নেমে আসতো চাঁদ
অঙ্গন জুড়ে
সারারাতের অনুষ্ঠান সূচক
বিজ্ঞাপন
মাছেদের রঙিন
নকশীকাঁথায় ঘুমিয়ে আছে
এক বালিকা
বিগত কালের খড় বিচালির
গন্ধ নিয়ে
চাঁদ থেকে পরী নেমে আসে আমার বিছানায়
উঠোনে অপেক্ষা করছে
তার আধিভৌতিক
নক্ষত্র যান
নীল আর্মস্ট্রং
চাঁদের বালুতে দাঁড়িয়ে
পৃথিবী দেখেন
আহা!সমুদ্র, নদীর গাউনপরা
এক অপরূপ পৃথিবী।
অনেক দিন নদীটি আর আমার
দরজায় কড়া নাড়ে না--
নদীটি চলে গেছে
স্বেচ্ছা নির্বাসনে।।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত ।