তোমাকে উৎসর্গ করে তুলে
রাখলাম একটা বোবাশব্দ
যা কোনদিন উচ্চারিত হবে না
আর পাঁচটা সহজ শব্দের মতো
যার রক্তশূন্য চোখে
মৃত্যুর সমান্তরাল করে টানা
দীর্ঘ একটা ঐশ্বর্য-রেখা
যা মৃত্যুকে কখনো ছোঁয় না
তার আপন অহংকারে...
কবি পরিচিতি -
বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ, সুভাষ সরকার।
অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ্য সরকারি আধিকারিক।
প্রকাশিত কাব্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*;
*ঈশ্বরীকথা সমগ্র*।
শীঘ্র প্রকাশের পথে : *আধিপত্য নয়*; এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।
সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।