Advt

Advt

e-kemon-din-elo-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-এ-কেমন-দিন-এলো-কুমার-আশীষ

e-kemon-din-elo-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-এ-কেমন-দিন-এলো-কুমার-আশীষ


দুখের প্রবাহ বেড়েই চলেছে

চেনা জন-সমতটে,

কদাচিৎ হাসি আনন্দ দেখি

এই সংসার-ঘটে ।

 

আকুলিত প্রাণ ছিল এককালে

মুক্ত বোধের দুয়ার,

লাভের অংশ খুঁজতে এখন

মেতেছে খেলায় জুয়ার ।

 

নিরাপদ নয় দিন-রাতে কেউ

স্বজন-সুজন দেশে,

পরিচিত আর বন্ধু হলেও

লুটেপুটে খায় হেসে ।

 

আশে পাশে ঘোরে বিপদ-বাহিনী

ভদ্র মানুষ সেজে,

তাদের মধ্যে বোঝা মুশকিল

আসল-নকল কে যে ।

 

অনন্ত ছায়া-আঁধার নেমেছে

খাম খেয়ালির দেশে,

শক্তিরূপিনী জননীর হাত

শয়তান টানে এসে ।

 

মানবতা আজ সুদূরে উধাও

নর-উপকূল ছেড়ে,

সমাজে যা-কিছু রয়েছে এখনো

তাও নিতে চায় কেড়ে । 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।