ভোরের হাওয়ায় বার্তা দিয়ে গেলেন--
লাঞ্ছিত
মানবাত্মার জাগ্রত চেতনায় তিনি
আসিবেন। পুঞ্জিভূত
অন্ধকার দূর করিবেন।
জগৎ
জুড়িয়া মানব-জীবনের দুর্গতি
নাশিবেন...
মা এবার
রাত্রি দখল করিয়া ছাড়িবেন !
রণ-রঙ্গিণী মূর্তিতে এইবার ঠিক
আসিবেন...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।