Advt

Advt

aami-cirakalin-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-আমি-চিরকালীন-পার্থ-ভট্টাচার্য

aami-cirakalin-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-আমি-চিরকালীন-পার্থ-ভট্টাচার্য

আমি কিছু পারি না

আমি শুধু দেখে যাই

আর শুনে যাই

উঁকি ঝুঁকি মারি খুঁজি উপায়

আমি অভিনেতা নই

দর্শক হতে পারি

আমি গৃহকোণে বসে করি গর্জন

অবশ্যই আমি বাঁচিয়ে চলি

সর্ব অবস্থায় নিজ গর্দান

আমি জানি না কিছুই

ভান করি কত জানি

আমি হেরে যাওয়া সেই শ্রেণী যার শিরদাঁড়া আছে

তবু মনে হয়

যেন শিরদাঁড়াহীন প্রাণী

ক্ষমতাকে আমি তোয়াজ করে চলি

কে কেমন সেটা বুঝি

সেরকম কথা বলি

মনটা হয় যখন ব্যাকুল

কবিতায় মুক্তি খুঁজি

আমি সেই শ্রেণীতে পড়ি

যারা সমাজে ছড়ায় আলো

যারা সর্বদা চায় নতুন কিছু করে

চিন্তার নতুন কিছু

আসে আমাদের হাত ধরে

আমি অনেক গল্পের চরিত্র

আমি চিরকালীন মধ্যবিত্ত।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।